শীতের শেষে আসলো হেসে
পহেলা ফাল্গুন,
বন বাদাড়ে পশু-পাখি
করবে যে গুনগুন।
গাছে গাছে আসবে কলি
ফুটবে অনেক ফুল,
সেই ফুলেরি সুভাস নিতে
হবে যে ব্যাকুল।
সকাল সাজবে মিষ্টি রোদে
আমোদ হবে মন,
সেই বেলাতে মনে চাইবে
কাটায় সারাক্ষণ।
ঠান্ডা ঠান্ডা অনুভবে
কাটবে নিশি রাত,
মৃদু মৃদু হাওয়া এসে
দিবে যে প্রভাত।