কিম্ভুতকিমাকার চেহারা নিয়ে আয়নায় দাঁড়ালাম।
আয়না আমাকে প্রত্যাখ্যান করল।
নীরব প্রতিবাদে উত্তাল প্রতিবিম্ব; সামনে দাঁড়িয়ে তার বিক্ষোভ,
শত বছরের আন্দোলিত শ্লোগানে মুখর অপ্রস্তুত বিপ্লবের ঢেউ!
পর্যুদস্ত জেনারেল দাঁড়িয়ে আছি ঠায়!

অমিমাংসিত হিসাব খতিয়ান - কালো ইতিহাসের পান্ডুলিপি,
গনহত্যার দায়ভার, মানবাধিকার ধুলিস্মাত, গলা টিপে কন্ঠরোধ, খুন, ধর্ষণ, গুম....

আমলনামা হাতে নিয়ে আমি কিংকর্তব্যবিমূঢ় এক দর্শক-

ওপাশের চিৎকারে সম্বিত ফিরে পেলাম.. আয়নার সংলাপ তখনো থামেনি!
আমার ঘুম ভেঙে গেলে দুঃস্বপ্ন ভেবে উঠে দাঁড়াচ্ছি!
আমার হাত, পা, কন্ঠ আমাকে সাহায্য করছে না।
আমি একটা অন্ধকার জাদুঘরের গ্যালারিতে বন্দী!