যে পথে পা বাড়াই সেখানেই পাপ
নগরীর পথে পথে পাপের উৎসব
প্রশস্ত সরণি
      সিগন্যালে
            অলিগলি
                 রাজপথে

এখানে আমি কিংবা অন্য কেউ
মাড়িয়ে গেছে পথ,
অথবা আমাদের পূর্বসূরি
রেখে গেছে দাম্ভিক পদচিহ্ন।

নিরুপায় পায়ে হেঁটে গেছে কেউ
কাঁটাঘেরা এভিনিউ ধরে
অবধারিত পৈতৃক নকশায়।

তথাপি সূর্য ডুবে গেলে -
পবিত্র প্রার্থনার মগ্নতায় প্লাবিত নগর
পারত্রিক উপাসনার স্নিগ্ধতা ছড়ায়;
শুদ্ধতার শরাবে ভাসে দেবালয়
স্বর্গীয় ঐকতানের নিকুঞ্জ!

আগন্তুক পাখির কলতান শুনে
ফিরে গেছে নরকের দূত
পড়ে আছে থরে থরে সাজানো উদ্যান!