আমার করতলে হায়েনারা খেলা করে
দাঁত নখ আর জলন্ত চোখ 
উদ্ভাস ছড়ায় আমার গণ্ডিতে
কথা বলে আমার একাকীত্বে!

পরম বিশ্বাসে হায়েনারাও লেজ নাড়ে;
আলতো করে শরীর ঘষে।
পরম মমতায় ওরাও পাশে বসে
নীরবতার ভাষা বোঝে!

হায়েনাদের চোখেও বিশ্বাস আছে
নখে দাঁতে চোয়ালেও মমত্ব আছে!

আমি স্বপ্ন দেখছিনা,
আমি গল্প বলছিনা,
অভিলাষী শব্দ উচ্চারণ করছিনা
ভাসছিনা অলীক স্বপ্নের আস্ফালনে!

শপথ করে বলছি,
তোমায় ভালোবাসবো না বলেই
হায়েনা পোষার শখ জেগেছে
ওরাও যে মমতার মর্ম বোঝে!