যে যার মতো চলে যাচ্ছে গন্তব্যে
উদ্ভ্রান্ত এক বেপরোয়া হাইওয়ে-জীবন;
ছকে বাঁধা পথ- অভ্যস্ত দিনলিপির ইশারায়
অবারিত নদীময় শহুরে সড়কের বিন্যস্ত ঠিকানায়!

উড়ে গেছে অন্তহীন সুখের বিলাসী ফানুস
রোদ মাখা সকাল - আজন্ম প্রেম সুখ!
ফুরিয়েছে মোহময় শীত- বিকেলের চা
অভিলাষী স্বপ্নের বিকিকিনির মেলায়!
ফিরে গেছে ক্লান্ত পাখির বহর
অস্তগামী সূর্যের বিলাপ ধ্বনির ক্ষণে।

খোলস-বৃত্তের পথ চক্রাকারে পেরিয়েছি বহুকাল;
ছায়ার পেছনে ফিরে তাকানোর ভঙ্গিতে
ক্লান্ত একদিন চেয়ে দেখি-
জীবন থমকে গেছে নিয়তির অনিবার্য সিগন্যালে,
নিভৃতে চলে গেছে প্রিয় কিছু মুখ
অলৌকিক জেব্রা  ক্রসিং পেরিয়ে...