তুমি চাইলেই হবো জল,
গড়িয়ে যাবো তোমার ইচ্ছে মতো।

নাহয় খরস্রোতা নদী হবো,
বেয়ে যাবো তোমার খেয়াল-খুশী মতো।

পাল তোলা নৌকা হলেও তো হয়,
ধর,  তোমায় নিয়ে হারিয়ে গেলাম স্রোতের টানে।

আজকের জন্য হলাম তোমার ইচ্ছের দাস,
তুমি চাইলেই তোমার জন্য সাত খুন মাফ।

                                           -