তুচ্ছ করে কায়া
জাগ্রত কর হিয়া
ওরে মুসলিম জনতা।
অঈমানি কবন্ধ আজ
মোদের পিছে ছুটে।
তাদের ভয়ে মোদের ঈমান
যাবেনা তো টুটে।
নড়বো মোরা তাদের সাথে
জ্বলিয়ে সাহস আছে যত বুকে।
ওরা বাঁচতে এসেছে
এই সুন্দর ভূলোকে
তবে কেন তাদের নিষ্পাপ কায়া
রাঙানো লাল রক্তে।
দুষি ওরা
অঈমানি কবন্ধের চোখে।
মুসলিম গৃহে ভূমিষ্ট হয়ে।
নিষ্পাপ কান্না যায়না তাদের কর্ণে
দয়া মায়া নেই তাদের নোংরা মনে।
তাদের মনে ঘিরে আছে হিংস্র আধাঁর
তারাযে রক্তচোষা জানোযার হিংস্র জানোয়ার।
রাজার বেশে অত্যাচারী
বিষ মাখা বাণী করছে ছড়া ছড়ি।
মুসলমানের ঈমান রাজার আহার।
খুঁজে তারা মুসলিমের ধার।
নাদিলে ঈমান করে অত্যাচার।
বন্ধ মোদের ঈমানি কপাট
মোদের কায়ায় বানাও লাশের হাট
তুব তোদের চরণে করব না নত
মোদের ঈমানি ললাট।
তোরা নয় চীরঅমর এই ভূলোকে
তোদরে দংশনে ধ্বংসিত প্রাণ
তন্দ্রা যায় দ্যুলোকে।
এই ধরণীর সকল প্রাণ
জাগ্রত হবে হাশরের ময়দান।
যত মুসলিম প্রাণ গেলো ভূলোক ছেড়ে
তোদের হিংসার আগুনে দগ্ধ হয়ে
তাঁরা থাকবে বীর শহীদের দলে।
সে দিন তোরা খুঁজে পাবিনা আভা
চারি পাশো থাকবে আধাঁর।
সেদিনি রব তোদের কোরবে বিচার।
খুলে দেব বস্ত্র
তোদের আছে যত অস্ত্র
চালা মোদের বক্ষে
বিন্ধু বরও যাব না পিছে
প্রাণ যাবার ও ভয়ে।
হাঁসি মুখে দেব প্রাণ
টুটে যেতে দেব না ঈমান।
মুসলিম নিষ্প্রাণ কায়ার প্লাবন হবে
তুব নত করবো না শীর অত্যাচারীর ধারে।