মিথ্যার ধ্বনি দেখলে তাঁরা
আঙ্গুল ডুকিয়েছে কর্ণে।
মুগ্ধ হয়নি কোন ক্ষনে
পাপের মায়াবী বর্ণে।
লোভ লালসা ছাই ছিল
তাঁদের নয়নে।
অন্যায়ের অনিল বয়ে যেতো না
তাদের পবিত্র মনে।
পাপের অর্থ স্বর্ণ হীরা মুক্তা
তাদের চোখে তুচ্ছ ধুলা
পাপের অর্থ রাখতেও করতো দ্বিধা
তাদের পদ তলে
সব ভাসিয়ে দিত সত্যের লাবার স্রোতে।
অন্যায়ে করত না স্বজনপ্রীতি
মিথ্যার গর্জনে ছিলনা ভয় ভয়বীতি।
পাপের কষ্টকর তাপে
তারা যেতো গলে
হারাতো না দিষা
মিথ্যার বহুরূপী ছলে।
তাঁদের পাঠশালা নয় কোন পল্বলে
পাঠশালা ছিল তাঁদের
সত্যের অথৈ পবিত্র জলে।
মুগ্ধ করত তারা সবাইকে
তাঁদের সত্য স্রোতের কল্লোলে।
তাদের শিক্ষা গুরু মোর প্রিয় নবী
শত পীড়া সয্য করে
তাঁরা ভাসিয়েছে নয়নে সত্যের ছবি।
উৎসর্গ করেছে তাঁদের প্রাণ
চালাতে সত্যের যান।
সেই যানটির নাম শান্তির দ্বীন ইসলাম।
কত বাঁধা তাঁরা করেছে জয়
পাপের ছায়া তাঁদের পবিত্র তনু মনে পড়তে করেছে ভয়।
তাঁরাই এই ধরণীর পবিত্র মানব
আপন হিয়া গর্জন দিয়ে কয়।
তাঁরা নয় ইতিহাস তাঁরা ভবিষ্যৎ
তাঁরাই বর্তমান।
অনন্তকাল চলবে তাঁদের চালিত সত্যের যান।
সেই যান শান্তির অনিল ছড়াবে অবিরাম।
তাঁদের সাহসী সত্যের জীবন গীতি
গাইবো মোরা নিরবধি।
তাঁদের চিরঅমর করিয়া রেখেছে দয়াল রব।
তাঁরা যে এই ধরণীর পবিত্র মানব।