রান্না ঘর থেকে
আসছে মাংস রান্নার ঘ্রাণ।
মেহমান এসেছে চলছে আদর
আপ্পায়ন।
নিষ্প্রাণ জড় দেহ
সাদা চাদর গায়ে।
সুপ্ত আছে আজ ভিন্ন গাটে।
মনে হচ্ছে মৃত্যু উৎসব
সমলচনা হচ্ছে খুব।
আদর আপ্পায়ন তিতা হচ্ছে না
মধুর।
মাঝে মাঝে কেউ তুলছে কান্নার সুর
সে উপকার ভুগি তার উপকার পাবে না আর।
তাই করে চিৎকার কাঁদছে বার বার।
কিছু দর্শক দেখছে কে কত বেশি কাঁদছে।
তারা কী দেখতে পাচ্ছে কার অন্তর
আপন হারার বেদনায় দুঃখের অনলে
কে কত বেশি পুড়ছে?
করবে সমলচনা মিছে মিছে।
সে যাচ্ছে না ফেরার দেশে
কাঁদছে কী কেউ তাকে ভালবেসে।
অনেকে কাঁদছে স্বাঃর্থের কান্না।
তাদের উপকারে তাকে যে আর পাবে না।
শুধু দুই জনের কান্নার সুরে নেই
স্বাঃর্থের কণা।
তাঁরা তার জন্ম দাতা বাবা-মা।