মানবের সৃষ্টি শিল্প
শিল্পী মনে শিল্প গড়ে
সাজিয়েছে তাঁরা এই ধরাকে।
গায়ের বূধু সেলাই করে
নকশি কাঁথা।
ছন্দে ছন্দে কথা বানিয়ে
কবি লেখে কবিতা।
দেয়ালের রূপ বাড়াতে
চিত্র শিল্পী মনের মাধুরিতে
রং তুলি দিয়ে আকেঁ ছবি।
কুমার তাঁর চাকা গুরিয়ে
মিতৃকা মোলায়নে সৃষ্টি করে
গৃহস্থের সামগ্রী।
সবুজ পাতার শীতল পাটি
নরম আঙ্গুলে সৃষ্টি করে
গায়ের মেয়েটি।
কাপড়ের শোভা বাড়াতে
কাপড়ে নকশা করে শিল্প মনা তাঁতি।
শক্ত লোহা নরম করে
কামার শরীরের গাম ঝরিয়ে
গৃহস্থের ব্যবহারিক সামগ্রী
সৃষ্টি করে।
লেখক গল্প লেখে কল্পনাতে
নাট্য শিল্পী অভিনয়ে
কন্ঠ শিল্পী গানে গানে
পরিচালক কেমরা হাতে নতুন
ছবি সৃষ্টি করে।
সব শিল্পী বাংলার ঐতিহ্য
রেখেছে ধরে।
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে
বাংলা প্রতিটি নীড়ে
কত যে শিল্প মনা
করে বর্ণনা শেষ হবে না।
তাদের শিল্প মনে অবিরাম
নতুন শিল্প করছে সৃষ্টি।
আমরা হয়তো ভাবি
ওরা শিল্প সৃষ্টি করে মুনাফার
লোভে।
এটা আমাদের ভুল ভাবনা
ওরা যে শিল্প মনা।
শিল্প তাদের ভালবাসার
বহিপ্রকাশ।
তাঁরা খুঁজে না তাঁদের শিল্পতে
মুনাফার সুবাস।
ওদের শিল্পতে লুকিয়ে আছে
শত দুঃখ কষ্ট যন্ত্রনা।
তুব তাদের শিল্পয় তোমাদের
মন জুড়িয়ে দেয়
কিছু বুঝতে দেয় না।
অপ্রতুল কিছু অর্থ দিয়ে
তাদের শিল্প সামগ্রী নিয়ে নাও কিনে।
ঐ শিল্পীদের মর্যদা কতটুকু আছে
তোমার মনে?
তুমি দেখতে পাও শিল্পীর শিল্পচারিতা।
দেখতে পাও কী?
শিল্পর প্রতিটি কণায় মিশে আছে
শিল্পীর মায়ায় বরা ভালবাসা।