আজ দুই জন পাশা পাশি
চলন্ত ট্রেন পুরো বগি খালি।
দুই জনের মনে যাচ্ছে ছুঁয়ে
ভালবাসার ফাগুন।
ধরছে না তনুতে যৌবনতার আগুন।
দুই জনের তনুতে বৃদ্ধের ছায়া।
কুচকে যাওয়া রূপ নিয়েছে চামড়া।
আজ জোড়িয়ে ধরলেও তোমাকে
তুমি বুঝতে পারবে।
আমি যে প্রাণহীন কোন শুকনো লতা।
হে যৌবনতা তুমিতো ছিলে
আমাদের ভালবাসার বাঁধা।
আজতো ওরা আমাদের দিচ্ছে না
প্রাহারা।
ওরা জানে আমাদের যৌবন বন্ধি।
আমাদের চির যৌবন চিত্ত কে
বন্ধি করেছে বৃদ্ধ খাঁচা।
শুধু খোলা নয়ন নামের জানালা।
মাঝে মাঝে সেও ঝাপসা।
তুব আমারা পাশা পাশি বসে আছি
আদান প্রদান করছি চিত্তের ভালবাসা।