সর্ব প্রাণ মিশে থাকে
স্বপ্নের কাননে।
সর্ব ক্ষণে স্বপ্নের ফুল ফুটে
মানব জীবনে।
বৃক্ষ পল্লব ঝরে
হিংস্র অনিল বেগে।
তাদের ও স্বপ্ন ছিল
আর কিছুদিন থাকবে বেঁচে
এই ধরণী তলে।
এই ধরাতে সবাই স্বপ্ন দেখে
কারো পূর্ণ হয়
কোরো স্বপ্ন আপন চিত্তে
বন্ধি থাকে।
কিছু স্বপ্ন পুড়ে ছাই হয় হিংস্র
অনলে।
কিছু স্বপ্ন ডাকা পড়ে
পূর্ণর চরণ তলে।
কিছু স্বপ্ন ছুটে যায়
স্বপ্নহীনের ধারে।
কেউ স্বপ্ন পূর্ণের মুকুট
খুঁজতে খুঁজতে
চলে যায় ও পারে।
তুব কেউ স্বপ্ন দেখা বন্ধ করে না
সবাই স্বপ্ন দেখে।
স্বপ্ন নিয়ে বেঁচে থাকে।
স্বপ্ন যে জন নাইবা দেখে
সেতো নিষ্প্রাণ বুস্তু
প্রাণবন্ত মানব নয় বটে।
চলো সর্গের স্বপ্ন দেখতে দেখতে
সুপ্ত হবো না ফেরার তরীতে।