পথ চলতে চলতে
পথ হয় না শেষ।
আমার গাড়েযে আছে
রাজার আদেশ।
রাজার আদেশ করলে
অমান্য।
রাজা করবে মোর
গাট ছিন্ন।
আমি ক্লান্ত তুবো
পারিনা বিশ্রাম নিতে।
চলছি আমি পখোর রোদে।
আমি দাস হয়ে জন্মেছি
এই ধরণীতে।
এটাই আমার দোষ।
আমি দাস বলে
নয়তো কোন মানুষ।
আমি অবহেলিত কোন প্রাণী।
রাজ সন্তানরা মানুষ
ওরাই সম্মানী।
আমাদের জন্য আছে তোলা
শত যন্ত্রনা আর অবহেলা।
জানি না কখনো শেষ হবে কি না।
আমার এই পথ চলা।
আমি গোরিব নয়তো
জুতোর নিচের পথের ধুলা।