তুমি কী আকাশ দেখো
শুকনো মিতৃকায় ছোবি আকো।
গুন গুন করে আমার লেখা
গান গুলো সুর করে গাও।
কবুতরের গলায় চিরকুটে
আমার নাম লেখে আকাশে উড়াও।
আমি দরিদ্র ঘরের সন্তান
আমার সাথে তোমার সঙ্গমে
তোমার বাবা হবে অপমান।
তাই তো তোমাকে আমার থেকে
উড়িয়ে নিয়ে গেলো দূর দেশে।
তোমার বাবা তো পারিনি বুঝতে
অনেক আগেই বিবাহের অনল
জ্বিলিয়েছি দুই জনে দুই
জনার অন্তরে।
লিপিবদ্ধ হয়নি সরকারি কাগজে
থাকেনি স্বজন সামনে
হুজুর সাহেব দোয়া পড়ে
দুই হস্ত তুলেনি উপরে।
পান পাতা ছুয়ে সবার সামনে নিম্ন স্বরে
কেঁদে উঠনি কবুল বলে।
সাজোনি বুধুর সাজে।
স্বপ্ন দিয়ে সাজিয়ে ছিলাম
আমি তোমাকে।
কবুল নামের গর্জন উঠে ছিলো দুই
জনের হৃদয়ে।
শুধু যায়নি মিলন কাননে
বিয়ে অর্থ যদি অন্তরের মিলন হয়ে
থাকে।
তোমার আমার বিবাহতো হলো সবার অজান্তে।
দুই জনের বিবাহের সাক্ষি
দুই জনের চারটি অক্ষি
গগন অনিল পাখ পাখালি।
তুমি কবে আসবে ফিরে আমার তরে।
তোমার দরশনের তৃষিত হৃদয়
আছে তোমার পথ চেয়ে।