নীলা,
তুমি কেমন আছো?
কতদিন হলো তোমায় লেখা হয় না;
আঁকা হয় না কবিতায়।
এই দেখো,তুমি বিহীন কেটে গেল
কত বিষন্ন সময়,ব্যস্ততায়।
তবু বহুদিন পরে,
ছোট ছোট অবসরে;
তোমায় লিখতে বসেছি।
কবিতায় আঁকছি আনমনে,
অভিমানের কবিতায়, প্রেম ও দ্রোহের কবিতায়,
নিজেকে হারিয়ে খুঁজছি অকারণে।
হয়ত এভাবেই যাবে শত নিঃসঙ্গ রাত্রি
তোমাকে লেখার রোগে,
মধ্য রাতের রুপকথারা দেবে উঁকি
সব হারানোর শোকে।