যদি কেউ বলে
নিষিদ্ধ হোক তোমার ধূসর পদচিহ্ন
দহনদিনের কোলাহলে,
তবে আর চাইবনা বৃষ্টি, জোছনা মাখা রাত
এ নির্মল নিভৃত কোলে।

যদি কেউ বলে
উদাস ল্যাম্পপোস্টের আলোয় ভিজবে না
নিঃশব্দ একাকীত্বের ভীড়ে,
তবে দুঃস্বপ্ন নিয়ে নির্বাসিত হবো
শেষ রাত্রির তিমিরে।