কখনো কি দেখেছ?
ঘাসফুল কি নিদারুণ ভাবে অবহেলা পুষে রাখে?
কীভাবে আগলে রাখে পদধূলিরঞ্জিত দেহ?
কতটা করূণ দৃষ্টিতে তাকিয়ে থাকে?
একদিন আমিও ঘাসফুলের জীবন পাবো।
পৃথিবীর সব অবহেলা হবে আমার।
সকল পদধূলি, সকল উৎপীড়ন।
জন্ম নিব কোনো এক যুদ্ধবিদ্ধস্ত নগরীতে
সয়ে নিব সব হাহাকার,বারুদে বিধে থাকা দেহের যন্ত্রণা, মায়ের নিথর দেহের পাশে
সেই অবোধ শিশুর কান্না।
এসব সইতে সইতে একদিন আকাশ হবো।
নিকষ কালো আকাশ;
ফিরিয়ে দেবো সবকিছু।
ফিরিয়ে দেবো সব অবহেলা বর্ষণে বর্ষণে,
ফিরিয়ে দেবো সব হাহাকার কালো মেঘের গর্জনে।
সেদিন দাম্ভিক পাহাড় ধসে যাবে সমতলে।
নাবিক হারাবে পথ উত্তাল ঢেউয়ের গহীনে।
দিনশেষে যখন সবকিছু আবার শান্ত হয়ে যাবে;
আমি তখন আকাশ থেকে মানুষ হবো।
বিস্ময়ে তাকাবো আকাশের দিকে,
আর আকাশ আমার দিকে।