সে দিনের সেই বিকেল
শেষ হয়ে সন্ধার কালো
ভীরু পায়ে নেমে আসে
কেবিনের জানালায়,

ডাহুকের করুণ কন্ঠের ডাকে
তোর পানে তাকিয়ে দেখি
তোর চোখের অশ্রুবান
পায়ের ধুলোতে লুটায়।

কখনো বুঝতে চাসনি তুই
তোর এক ফোটা অশ্রু ছিলো
তোর হাতের তালুতে বন্দি
আমার হাতের মুঠোতে,

স্বপ্নের রঙিন রঙগুলো
রঙচটা হয়ে ঝড়ে পড়ে যায়
কাঠাঁলের শুকনো ছালের মতো
তোর ছুটে চলা জীবনের গতিতে।