সবুজ দ্বীপের আশায়
দাঁড় বাইতে বাইতে ক্লান্ত মাঝি,
হঠাৎ দমকা হাওয়া পেয়ে
পাল তুলে
শক্ত করে ধরেছিলো হাল
নতুন আশায় বুক বেঁধে।
চোখে তার দ্বীপের স্বপ্ন
ভেঙে চুরমার হয়ে যায়
দমকা হাওয়ায়,
ছিড়ে গেছে পাল
ঝুলে আছে মাস্তুলে সময়ের নিশানা হয়ে।
হাওয়াটা এখনো আছে
শুধুই পালের অভাব,
হাল ছেড়ে মাঝি
আবার বৈঠা নেয় হাতে।
দ্বীপের আশায়,
দাঁড় বায় সে এখন পালের খোঁজে।