যে প্রেম তুমি জাগিয়ে গেলে এই হৃদয়ের মাঝারে
আমার এ প্রেম তুচ্ছ সেথা বিকায়না তাই বাজারে।
প্রেম শিখিয়ে চলে গেলে কেমন তোমার বিবেক বোধ
জানি না কোন ভুলের লাগি নিলে এমন প্রতিশোধ।
এমন করে চলে গেলে দেখলে না এই চোখের জল
ভালোবেসে কষ্ট পেলাম, কষ্টটা মোর কর্মফল।
কিছু চাওয়া ভুল ছিলো মোর অধিকারকে ছাড়িয়ে
ভালোবাসা ভুল ছিলো মোর শুন্য এ বুক বাড়িয়ে।
ভুল ভেবে সব শান্ত ছিলাম নাই-বা ভালোবাসিলে
বাস্তবে এই হাত না ধরে স্বপ্নে কেন আসিলে।
সবাই গেছে ছেড়ে আমায় তুমি গেলে কি করার
আমি বড্ড বিরক্তিকর, ঝামেলার মূল এই ধরার।
আমার দোষে দোষী আমি মেনে নিলাম সব কিছু
অতীতের সেই কথা গুলো ছাড়েনা না যে মোর পিছু।
অনেক কথা বলার ছিলো, তবু কিছু বলবো না
আমার পথে চলবো আমি কারো কথায় চলবো না।
ভালো থেকো বহু দুরে আমায় মনে রেখোনা,
অনেক দূরে হারিয়ে যাবো, সেদিন আবার ডেকো না।