কত বান্ধব হাকিয়া-ডাকিয়া,আসিতো নিকটে রোজ;
আজ অবেলায়,ক্রান্তিলগ্নে,কাহারো মেলেনি খোঁজ।
যাহাদের লাগি,উজাড় করিয়া-দিয়েছিনু মন প্রাণ;
তাহারাই আজি ঠাট্টার ছলে,মারিলো বিষের বাণ।
যাহাদের লাগি করিলাম ব্যয়- অর্থ,সময় সব;
তাহাদের মুখে,শুনিতেছি শুধু,ব্যস্ত ব্যস্ত রব।
হায়রে মানুষ,কত রঙ জানো!বহুরূপী তুমি বটে;
চিনিলে তোমারে,হতোনা কভূও,এত দুখ মোর ঘটে।
হারিয়েছি যাহা,ভাবিতেছি তাহা ছিলোনা আমার কভূ;
দিতেও পারেন এর চেয়ে বেশি,ইচ্ছে করিলে প্রভূ।
চিনেছি তবু সে পথের কুকুর,ভাঙিলো মাড়ের খোরা;
আবার আসিলে-দেখাইয়া দিবো,ঝাড়ু ও জুতার তোড়া।
মীরজাফরের গোষ্ঠী এখন-সুখে গাহিতেছে গীত;
ভাবিয়াছে এই অধমের দল,এক মাঘে যায় শীত।