জীবন নামের বেহাল নৌকা বাইতে হইবে কত!
কূলের চিহ্ন দেখাও মালিক মাথা করিয়াছি নত।
তুমি হীনা আমি বড় অসহায়-
সিজদাহ্ তব কুদরতি পায়;
তোমার নামেতে শুরু,শেষ করি
আমার কর্ম যত;
কূলের চিহ্ন দেখাও মালিক, মাথা করিয়াছি নত।
পাপে-তাপে ভরা ভবের বাজারে
ভালো থাকা বড় দায়,
সুদ,ঘুষ আর হারামের কাজ
নফসকে বাঁধিতে চায়;
অনাহারী থাকি ভাবনা কি তাতে?
আমার রিজিক তোমারই হাতে;
তোমার সিরাতে চলিয়াছি সদা-
দুঃখ সয়ে ও শত;
কূলের চিহ্ন দেখাও মালিক,
মাথা করিয়াছি নত।
দিবস ফুরায়ে রাত্রি ও আসে,
রাত্রি ফুরায়ে ভোর;
নির্বোধ আমি আধারে এখনো-
কাটেনা ঘুমের ঘোর;
তোমার দিদার পাবো কি ভুবনে?
নবীর দেখা পাবো কি স্বপনে?
কষ্টের শেষে স্বস্তি কি পাবো
শুকাতে হৃদয় ক্ষত?
কূলের চিহ্ন দেখাও মালিক, মাথা করিয়াছি নত।