সুবর্ণ লতা
বন্ধু যাবে দূর প্রবাসে-
আসবে কবে জানা নাই;
বিদায় দিতে কষ্ট ভীষণ;
আঁখি জলে বুক ভাসাই।
এ যাওয়া তো শেষ যাওয়া নয়;
দেখা হবে পুনর্বার,
যেতে দিতে মন যে আমার-
কেঁদে ওঠে বারংবার।
আবার হয়তো দেখা হবে
সবুজ ছায়ার লেকের পাড়;
সকল দুঃখ ঘুচে যাবে,
মুছে যাবে অন্ধকার।
তুমি যে সুবর্নলতা,
ছুয়ে আছো হৃদয় মন-
ছিলে তুমি আছো তুমি-
থাকবে তুমি আজীবন।
ভালো থেকো বন্ধু তুমি,
যেথায় থাকো যতদূর;
তোমার স্মৃতি সারাজীবন-
থাকবে হয়ে সুমধুর।