সবুজ শ্যামল এই গাঁ খানি
আমার মায়ের মতো,
ছায়ায়-মায়ায় নির্মলতায়
দুঃখ ভোলায় যতো।
রোজ সকালে নগ্ন পায়ে
শিশির কণার ছোঁয়া;
তনু মনে শান্তি যোগায়
পা হয়ে যায় ধোয়া।
ভরদুপুরে শান্ত অতি
হঠাৎ ঘুঘুর ডাকে;
ক্লান্ত পথিক দু'চোখ ঘোরায়
গাছের পাতার ফাঁকে।
রোজ বিকেলে চায়ের কাপে
বৃদ্ধ-যুবার আসর;
হাস্য রসে রাত্রি নামায়
বাজায় সুখের কাঁসর।
সন্ধ্যা রাতেই ঘুমের দেশে
বাধাহীন এক পথে;
পাড়ি জমায় সুখের রাজ্যে
চড়ে রঙিন রথে।
এই সবুজেই সঞ্জীবনী
বিশুদ্ধতার পরশ;
এই মাটিতেই প্রাণের যোগান
এই মাটি খুব সরস।
এই মাটি আর এই সবুজে
শত জন্মের বাঁধন;
এইখানেতে জন্ম আমার
এইখানেই হোক দাফন।