আমার একটু শান্তি চাই।
মাথা রাখার কোল চাই।
মনের দুঃখ গুলো উদগীরণ করে দিতে চাই- নিষ্ক্রিয় গ্যাসের মতো।
আমার দুটো হাত চাই;
মাথার অগোছালো চুলে বিলি কাটার জন্য।
আমার দুটো নয়ন চাই;
যার দিকে দৃষ্টি পাতে দুচোখ জুড়ায়।

একটা কন্ঠস্বর চাই;
যার অপত্য মন্ত্র ধ্বনিতে-
দুটি কর্ণ,অন্তর-বাহির শীতল হয়।
আমার এক পৃথিবী ভালোবাসা চাই;
এক মহীয়সী নারীর;
অকৃত্রিম,নিঃস্বার্থ নিষ্পাপ,ভালবাসা।
ছোট্ট খোকা হয়ে কপালে চাঁদ মামার পরশ চাই।
আমার একটু শান্তি চাই;শান্তি চাই।