রোজ সকালে ফুল বাগানে
ঢালতে গিয়ে জারের পানি;
আমার দেয়া গোলাপ চারা
কেমন আছে আর ভেবোনা।
গোলাপ চারা সবাই জানে-
স্বল্প আয়ুর ক্ষুদ্র প্রাণী;
গত শীতেই গেছে মারা
খবর শুনে আর কেঁদোনা।
তোমার পাশে শুয়ে থাকা-
অফিস ফেরা ক্লান্ত দেহ;
মনের দুখে আমায় ভেবে
কল্পনাতে ঠাই দিওনা।
উল্টো ঘোরে ভাগ্য চাকা
থামাতে কি পারে কেহ?
চলছে সবই তার হিসেবে
খামোখা আর দুখ নিও না।
আমার দেয়া চিঠির খামে
হাত বুলিয়ে কাঁদবে কত?
ফেরিওলা ডাকলে এসে-
বেচে দিও কেজির দরে।
রেখে এসব স্মৃতির নামে
বাড়াও কেন ব্যথার ক্ষত?
স্বার্থপরের এমন দেশে
রোজই কত স্বপ্ন ঝরে।
ভুলে যেও অতীতগুলো
বাঁচতে শেখো নিজের তরে;
নিজের প্রতি খেয়াল রেখো
মেনে নিও বাস্তবতা।
ফেলে আসা পথের ধুলো
আবার কেন চাইছো ঘরে?
সত্যটাকে মানতে শেখো
জল ফেলোনা আর অযথা।
প্রথম প্রেমে ক'জন সফল?
অঙ্কুরে হয় নষ্ট কতো-
ভালবাসার মানেই মিলন-
এমন কথার ভিত্তি আছে?
বাস্তবতা হয়না নকল
প্রমাণ আছে শত শত;
বাস্তবতার দোহাই দিয়ে
আজো কত মানুষ বাঁচে।