নিজ গতিতে দূর অতীতে
হারায় রাত্রি দিন;
দুখে সুখে,পোড়া বুকে
কে যে বাজায় বীণ।
রৌদ্র তাপে পরাণ কাপে
যায় কি দেখে বোঝা?
দুখের বিলাপ নয়তো প্রলাপ
নয়তো বলা সোজা।
বলেই কি লাভ,যার যা স্বভাব
ধরবে জ্ঞানীর বেশ;
অট্টহাসি,নকল কাশি
কথায় মারবে ঠেশ।
কি আর করার ভাবছি গড়ার
পাথর কঠিন মন;
লক্ষে এবার পৌঁছে যাবার
করছি ভীষণ পন।