রোদ্র তাপে ঘামছো বেজায়
থামছো গাছের তলে;
বাসায় ফিরে ঘাম শুকিয়ে
নামছো শীতল জলে।

হরেক রকম পাখা আছে
এসি আছে কারো;
কোন কিছু না থাকিলে
হাত পাখাটা নাড়ো।

বাহিরের তাপ যায় রে বোঝা
ভিজলে শরীর ঘামে;
কেমন করে রাখবি নজর
তপ্ত বুকের বামে।

জীবন নামের ভীষণ খরায়
ভিতর যখন পোড়ে
কেমন করে ঠাণ্ডা হবো
বলতে পারিস মোরে?

কেউ জানেনা আমি জানি
সেই ছায়াটার খোঁজ;
হাজার যুবক সে ছায়াতে
শীতল  হয় রোজ রোজ।

সেই ছায়াটা আর কিছু নয়
পিতার শাসন স্নেহ;
যেই ছায়াতে যায় জুড়িয়ে
তপ্ত হৃদয়-দেহ।

যাদের আছে সেই ছায়াটা
কত ভাগ্যবান;
ছায়াহীনের সহায় তুমি
ওগো রহমান।