একা পথে চলতে গিয়ে
যদি পড়ে মনে;
অস্তিত্ব মোর খুঁজে পাবে
সবখানে সব ক্ষনে।
ভাবছো আমি দূরে আছি?
পাচ্ছো না তাই খুঁজে?
আমি তোমার সাথেই আছি
দেখো চক্ষু বুজে।
দুঃখ কিসের?ছিলাম পাশে-
থাকব জীবন ভরে;
নতুন কুড়ি গজায় যেমন-
শুকনো পাতা ঝরে।
বৃক্ষ হয়ে ছায়া দিব,
রবি হয়ে আলো;
চাঁদের আলো হবো যখন
নামবে নিশির কালো।
বৃষ্টি হয়ে করবো শীতল
গ্রীষ্মকালের দুপুর;
তোমার নৃত্য,ছন্দে হবো
রাঙা পায়ের নূপুর।
সন্ধ্যা বেলা বেলকনিতে-
বসবে তুমি যখন,
হাসনাহেনার গন্ধ হবো,
হবো ফাগুন পবন।
তোমার চুলের খোপা হবো,
বেণি হবো চুলে;
বাতাস হবো ছড়াবো চুল-
থাকবো খোপার ফুলে।
তোমার কায়ার ছায়া হবো,
থাকবো পাশে পাশে;
প্রতিরোধের পাহাড় হবো
তোমার সর্বনাশে।
অস্তিত্ব মোর তোমার মাঝে;
অনুভবেই থাকি;
ভালোবাসার পোষা ময়না -
দেয়না কভূ ফাঁকি।
সঙ্গী হবো ওপারেও;
থাকবো তোমার সাথে;
তাঁরা হয়ে জ্বলবো আমি-
সাত জনমের রাতে।