অনেক গুনাহ করেছি মাবুদ,নিজের কাছেও হিসেব নাই;
ভেবেই বুকটা কম্পিত ভীষণ,ভাবার সাহস কোথায় পাই?
হস্ত,চক্ষু,নাসিকা কর্ণ,আমার পাপের স্বাক্ষী দেয়;
ছয়টি রিপুর কুমন্ত্রণায়-বিফলে করেছি জীবন ব্যয়।
মা বাবা আমায় ভালবাসে খুব,তবু জানে যদি আমার পাপ;
ত্যাজ্য পুত্র করবে আমায়,মারবে কপালে
পাপীর ছাপ।
পরম দয়াল ওগো খোদা তুমি,বন্ধ করনি রিজিক মোর;
তোমার কৃপায় আজো বেঁচে আছি,রজনীর শেষে দেখছি ভোর।
তোমার হুকুম মানেনা যেজন,সুযোগ পাচ্ছে শোধরাবার;
তুমি রহমান,দয়ার সাগর,যেই সাগরের নেই কিনার।
তোমার নামের গুনের বলে মাফ করে দাও আরেকবার;
বান্দা তোমার পাপের জাহাজ,ক্ষমা যে তোমার অহংকার।
কার কাছে আর চাইবো পানাহ তোমার নিকট যদি না পাই;
অনেক গুনাহ করেছি মাবুদ তোমার করুনা ভিক্ষা চাই।