হাত দিয়েছো কাজের জন্য পা দিয়েছো চলতে
নাক দিয়েছো বাতাস নিতে মুখ দিয়েছো বলতে।
চোখ দিয়েছো দেখতে জগৎ শুনতে দিলে কর্ণ
ভালো মন্দ সবই শোনাও দেখাও কত বর্ণ।
মুখের ভিতর জিহবা আছে,দাঁত আছে দুই পাটি
কিছু খাবার চিবিয়ে খাই,কিছু খাবার চাঁটি।
কত সুন্দর দেহ দিলে,দিলে সুশ্রী বদন
সুশ্রী মুখের মায়ার আধার দিলে জোড়া নয়ন।
তবু আমরা অকৃতজ্ঞ ভুলে গেছি শোকর
আনুগত্যের ফাঁকি দিতে খুঁজে নেই ফাঁক -ফোঁকর
সময় থাকতে বুঝিনি হায়,খুঁজিনি কো ভুলে
ভাবিনি তো কে রয়েছেন- নেয়ামতের মূলে।
খোদা তুমি স্রষ্টা আমার,সৃষ্টি তোমার বিশ্ব
কাউকে তুমি করলে ধনী, কাউকে আবার নিঃস্ব।
ভালো মন্দ তুমিই বোঝ আমি অধম শূন্য;
মাথায় আমার পাপের বোঝা,একটুও নেই পূণ্য।
জনম ভরে তোমার দেয়া রিজিক গেছি খেয়ে;
তোমার কথাই ভুলে গেছি-সুখের নাগাল পেয়ে।
শেষ বেলাতে ক্ষমা করো,দয়া করো প্রভূ
আনুগত্য করছি তোমার,ভুলবো না পথ কভু।