বিজয় বিজয় বিজয় বলে
মাতি জয়োল্লাসে
বিজয় নিয়ে ভাবতে গেলেই
অশ্রুতে বুক ভাসে।
বিজয় মানে একাত্তরের
অন্ধকার এক সময়
বিজয় আমার ছোট গায়ে
শত্রুসেনার প্রলয়।
বিজয় মানে কৃষক শ্রমিক
হাজার জীবন বলি
বিজয় মানে ঝরে যাওয়া
স্বপ্ন ফুলের কলি।
বিজয় মানে চাঁদের হাটে
নরপিশাচের নৃত্য
বিজয় মানে এক কবরে
কয়েক শ শেষকৃত্য।
বিজয় মানে গভীর বনে
বোনের ছিন্ন মাথা
বিজয় মানে পুত্রহারা
মাতৃ শোকের গাঁথা।
বিজয় মানে ঘরে ঘরে
বিয়োগ ব্যথার জুড়ি
বিজয় মানে লাশের উপর
শিশুর হামাগুড়ি।
বিজয় মানে হাজার পিতার
পঙ্গু হবার গল্প
বিজয় মানে তরুন ছেলের
অস্ত্র ধরার দর্প।
বিজয় মানে বঙ্গবন্ধুর
কারাবাসের জীবন
বিজয় মানে অগ্নি ঝরা
সাত ই মার্চের ভাষণ।
বিজয় নিয়ে ভাবতে গেলেই
মাথা টা হয় নীচু
বিজয় মানে আমার কাছে
আরও অনেক কিছু।