ঘুমিয়ে গিয়ে তোমার কোলে
না জাগিলে ভোরে;
আলতো করে চুমু খেও
ডাক দিওনা জোরে।
ক্লান্ত আমি,অনেক বেশি
তন্দ্রা ভরা লোচন;
এই ঘুমেই মা হবে আমার
সকল ক্লান্তি মোচন।
ভয় পেওনা,আর কেঁদনা
কাঁদছো জনম ভরে;
তোমার কোলেই ঠাই দিও মা
ইহকালের পরে।
জান্নাতের বিছানা মাগো
তোমার ওই কোল খানি;
ওই কোলেতে জনম জনম
শুনবো মধুর বাণী।
খোদার পরে এই ভূবনে
তোমারি সম্মান;
তোমার এ কোল আমার কাছে
জান্নাতের সমান।
আরশ কিংবা পরশ পাথর
খুঁজিনি তাই কভূ;
জান্নাতেও মায়ের কোলে
থাকতে দিও,প্রভূ।
তোমার কোলে ঘুমোতে দাও
তোমার পানে চেয়ে;
জনমের ঘুম আসছে বুঝি
আমার দুচোখ বেয়ে।