সকল বাধা তুচ্ছ করে
পার হবো সাত সমুদ্দুর;
আকাশ পথে মেলবো ডানা
দেখবো ঘুরে চন্দ্রপুর।
হিমালয়ের চূড়ায় যদি
উড়াই প্রাণের লাল সবুজ;
উঠবে হেসে আমায় দেখে
অস্ত পথের ওই সুরুজ।
বিশ্ব নেবো হাতের মুঠোয়
রাখবো বুকে বাংলাদেশ ;
আশিষ করো মাগো আমায়
দেখতে পাবে বীরের বেশ।