আকাশ বন্দী সীমানাটা
মানুষ ছুঁতে পারে;
ইচ্ছে হলেই ঘর বাঁধা যায়-
সাত সাগরের পাড়ে।
থাকতে হবে মনের আকাশ-
পবিত্র নীল ভরা;
হতে হবে সতেজ,সবুজ-
যেমন বসুন্ধরা।
মানব হৃদয় আকাশ থেকে
অনেক বেশি বড়ো;
নীলাকাশ জয় করতে হলে-
মানুষকে জয় করো।
মানব প্রেমে শক্তি আনে,
স্রষ্টাকেও মিলায়;
সৃষ্টি-স্রষ্টার প্রেমের সুধা
জগৎ জুড়ে বিলায়।
মানব তোমার সাধন কেন্দ্র;
মানব কে নয় হেলা;
মানব ছাড়া তুচ্ছ ধরা,
তুচ্ছ সকল খেলা।