আর কত কাল করবি এমন
নির্লজ্জ কানকাটার দল?
সমাজ যদি প্রশ্ন করে
কেমনে জবাব দিবি বল?
অনলাইনেও ছড়াছড়ি
অফলাইনে তো রাজত্ব,
সাইকো কিছু দো পেয়ে জাত
করছে তোদের দাসত্ব।
তোদের চ্যালা আছে কিছু
বিষ্ঠা রঙের সাংবাদিক;
তথ্য বিহীন খবর ছাপায়
গুজব ছড়ায় সাংঘাতিক।
ইউটিউব,ফেইসবুকেও
আছে কিছু রাম ছাগল,
অসুস্থ সব বিনোদন আর
সব কিছুতেই করছে ট্রল।
বই মেলাও তোদের থেকে
রেহাই পেতে কাঁদছে আজ;
বৃদ্ধকালে ভীমরতি তোর
নাতিনটারও নেই তো লাজ।
আরেক ছাগী গারদ থেকে
ছাড়া পেয়েই বই ছাপায়;
মায়া কান্নায় চোখ ভিজে না
কৌশলে দুই ঠোঁট কাপায়।
বই মেলা নয় শুধু কোন
হাজার বইয়ের গুদামঘর,
এইখানেতে ২১ আছে
আছে আমার মায়ের স্বর।
তোদের কোনো বিশেষণ নেই
অসুস্থ সব রাম ছাগল;
কোন বিশেষণ যুক্ত হলে
লজ্জা তোদের হবে বল?
লজ্জারা আজ প্রশ্ন করে
দেখে তোদের অনাচার;
কোন মা বাবা জন্ম দিলো
তোদের মতো কুলাঙ্গার?