জীবন সাগরে কুলহারা আমি-
ভাসিতেছে শুধু আঁখি;
কোথা আছো তুমি,শুনতে কি পাও
সর্বদা তোমারে ডাকি
ভাঙা তরী মোর,ছিড়ে গেছে পাল
মাস্তুল ধরা গুনে;
অজানা ডরে বুক কেঁপে উঠে-
ঢেউয়ের ধ্বণি শুনে।
ঢেউয়ের তোড়ে কেঁপে উঠে তরী-
ডুবে যাবে বুঝি এই;
যদি ডুবে যায়,আমি নিরুপায়
বিকল্প কিছু নেই।
অসহায় আমি,সহায় তুমি;
তোমারি করুনা চাই;
তুমি যে আহাদ, তুমি যে সামাদ-
তুমি ছাড়া প্রভু নাই।
রহমান তুমি, রহিম ও তুমি-
আজিজুল জব্বার;
তুমিই মালিক,তুমিই খালিক
ওয়াদুদ,গাফফার।
কত নামে ডাকি,শুনতেছো নাকি-
দাও শুধু ইঙ্গিত;
আমার মালিক আছে মোর সাথে-
হতে পারি নিশ্চিত।
ডুবে যাক তরী,পরোয়া না করি
তোমারে যদি গো পাই;
সাগরে ভাসতে আগুনে পুড়তে
মোটেও দুঃখ নাই।
অন্তর্যামী,কোন হালে আমি-
জানো যদি তুমি সব;
কাউকে তো আর নাই দরকার
তুমি থাকো যদি রব।