লিখতে গিয়ে হয়না লেখা
মনের কথা যায় হারিয়ে;
অতীত গুলো ছবি হয়ে
স্বপ্নগুলো যায় মাড়িয়ে।

তুলে রাখি কাগজ কলম,
বিছানাতে গা এলিয়ে;
একাকীত্ব হতাশাকে
নিউরনে দেয় লেলিয়ে।

ঘুম আসেনা চোখ বুজে রই-
সকাল আসে রাত গড়িয়ে;
ঘুমের ঘোরে দ্বিপ্রহরে
দুখের সাগর যাই পেরিয়ে।

প্রতীকী সব স্বপ্ন আসে-
মাথাটাকে দেয় ঘুরিয়ে;
নতুন দিনের কাজের গতি
খা'ব ভাবনায় যায় ফুরিয়ে।

ভাবনাটাকে ছুটি দিতে
চোখের পানি যাই ঝরিয়ে;
খোদা তোমার রহম দিয়ে
হৃদয়টাকে দাও ভরিয়ে।