ক্ষমা করো নীলাঞ্জনা'
আমায় যেও ভুলে;
তোমার স্বপ্ন সত্যি করার
ভাবনাটা নাও তুলে।
হা-ভাতে লোক কেমন করে
অন্যকে দেয় আহার?
মেথর কি আর বুঝতে পারে
সুগন্ধির কি বাহার?
অন্ধ লোকে কেমন করে
পথ দেখাতে পারে?
বামুন ব্যাটা কেমন করে
চাঁদটা ছুতে পারে?
বেকার আমি ভবঘুরে,
আধা পড়ে গাধা;
চাকরিও নাই,দক্ষতা নাই;
আছে অনেক বাঁধা।
বাবার উপর অভিমান হয়-
গরীব কেন ছিলেন?
অনাদরে একা ফেলে
কেনো চলে গেলেন?
মিথ্যে স্বপন আর কতকাল
বাস্তবতায় আসো;
বাবা মায়ের পছন্দকে-
এবার ভালোবাসো।
নিত্য কত কুসুম ফোটে,
নিত্য কত ঝরে;
স্বপ্নগুলো ভাবো এবার-
ফুলের মতো করে।
আমার কোন অভিমান নেই
মানছি পরাজয়;
হাসি মুখে নিচ্ছি মেনে
বাস্তবতার জয়।