একে একে দিচ্ছে যে ফল
আমার যত ভুলগুলি;
শকুন বসছে ঘরের চালে
যাচ্ছে উড়ে বুলবুলি।
যে চোখেতে স্বপ্ন ছিল
আকাশ ছোঁয়ার কল্পনায়;
সে চোখে আজ শ্রাবণধারা
বানের মতো ভেসে যায়।
যার মুখেতে মিষ্টি কথায়
ফুলের মধু লজ্জা পায়;
সেই মুখে আজ বিষের বয়ান
হৃদয়টাকে বিধতে চায়।
যেই হৃদয়ে বিশ্বাসের জোর
মিথ্যাকে দেয় তিরস্কার;
সেই হৃদয়ে দেখছি যে আজ
অবিশ্বাস আর অহংকার।
যন্ত্র যুগের বলি তুমি
যন্ত্রণা তাই তোমার কাজ;
কোন মন্ত্রনায় নীল আকাশে
বিনা মেঘে আনলে বাজ।
যন্ত্রী মন্ত্রী লেজ ঘুটাবে
সেদিন হয়তো দূরে নয়;
সেদিন তুমি বুঝবে ঠিকই
দুধের মাছি কারে কয়।