চারিদিকে আজি ঘোর অমানিশা
আধারে ডুবিছে সবি;
সিক্ত নয়নে উর্ধ্বে তাকিয়ে
এঁকে যাই তব ছবি।।
আঁধারের সাথে মিতালি করিয়া,
বিষম ব্যথায় এ বুক ভরিয়া-
বিরহে বিরহে স্মরিয়া তোমারে-
পিতৃ স্নেহ লভি।
সিক্ত নয়নে উর্ধ্বে তাকিয়ে এঁকে যাই তব ছবি।।
হৃদয়ের ক্ষত দেখাতে পারিনা
বদনে কৃত্রিম হাসি;
বাহিরে ফুটায়ে ফাগুনের ফুল-
ভিতরে শ্রাবণে ভাসি;
দুঃখ যদিবা হলো মোর পুঁজি-
দুখের মাঝেই সুখটাকে খুঁজি-
দুঃখের বাণ আঘাতে আঘাতে
বনে গেছি আমি কবি।
সিক্ত নয়নে উর্ধ্বে তাকিয়ে এঁকে যাই তব ছবি।।
আর কত একা সইবো নিরবে
এই পৃথিবীর তাপ;
আত্মাহুতি বরণ করিতাম-
যদিনা হইতো পাপ;
এবার আমারে কাছে লও ডাকি-
পূর্বের মতো দিও নাকো ফাঁকি-
আঁধারে আঁধারে ছেঁয়েছে আকাশ-
আত্মগোপনে রবি
সিক্ত নয়নে উর্ধ্বে তাকিয়ে এঁকে যাই তব ছবি।।