বাবা মানে পরাজিত
বোকামির এক ঝুড়ি,
খুব সহজেই ধরা খেতো
খেললে লুকোচুরি।
বাবার পিছে থাকতাম বসে
পায়নি খুজে মোটে,
নিজেই শেষে ধরা দিতাম
বিজয় সুখের চোটে।
বাবা মানেই আলাদিনের
আশ্চর্য এক চেরাগ,
চাইলেই এনে দিতে পারতেন
ডুমুরফুলের পরাগ।
বাবার কাছে ছোট বড়
খামখেয়ালি বায়না,
বাবা মানেই পোষ মানা এক
লক্ষী পোষা ময়না।
হাটে,মেলায়,কেনাকাটায়
বিকল্প নাই তার,
হাতি,ঘোড়া,মাটির পুতুল
অজস্র আবদার।
বাবার জামা নতুন ছিলো
বছর বছর ধরে
আমার জন্য কিনেই যেতেন
ফসল এলে ঘরে।
বাবা মানে অনেক রাগী
বড় হলাম যবে,
ভাবতাম আমি এই জীবনে
আড্ডা দিবো কবে।
বাবা মানে কিপ্টে অতি
হিসাব ছিলো পাকা,
খাতা কলম,টিউশন ফি
আগেই হতো রাখা।
বাবা মানে ভীষণ ভীতু
আমায় নিয়ে ভাবতো,
সাবধানেতে থাকতে বলে
মুঠোফোনেই কাঁদতো।
বাবা মানে বটের ছায়া
জুড়ায় তপ্ত দেহ
খোদার পরে বাবার মতো
আর হবেনা কেহ।
বাবা মানে এক সমুদ্র-
ভালবাসা,আদর;
বাবা মানে সব বিপদে
সুরক্ষার এক চাদর।
বাবা মানে মহাপুরুষ-
শ্রেষ্ঠ বীরের মতো,
মুখে থাকে কৃত্রিম হাসি,
অন্তরে রয় ক্ষত।
দেবতা বা সাধক যতো
তুচ্ছ বাবার কাছে,
এই দুনিয়ায় একটাও কি
খারাপ বাবা আছে?
বাবা নেই যার এই ধরাতে
কি আর আছে তার
গগনতলে দিবালোকে
জীবন তার আন্ধার।
বাবা হলো পূর্ণ প্রেমের
জ্বলন্ত এক সূর্য,
বাবা হারার পৃথিবীতে
বাজে কেবল তূর্য।
সকল বাবা ভালো থাকুক
জন্ম জন্মান্তরে,
এই মিনতি থাকুক সবার
জগৎ স্বামীর পরে।