একুশ মোদের প্রথম গুরু দেখালো রাজপথ;
একুশ মানে বেপরোয়া বিদ্রোহী শপথ।
রক্তদানের নেশায় ফোটায় কৃষ্ণচূড়ার ফুল;
রক্তদানের সম্মোহনে একুশ তাই অতুল।
একুশ মানে স্বাধীন নেশায় মাতাল করা শুরু-
একুশ মানে স্বাধিকারের বর্ণ শেখার গুরু।
একুশ দিল মাইল ফলকে পৌছে যাবার কুপন,
৫৪ আর ৫৮ তে একুশ হলো নূতন।
৬৬ তে একুশ এলো বঙ্গবন্ধু নামে,
৫২ এর যুবক একুশ ছয় দফার উদ্দামে।
৬৯ এ আইয়ুব গেল,একুশকে পায় ভয়;
৭০ এ তাই একুশ পেল নিরঙ্কুশ বিজয়।
২১ ছিলো বায়ান্নতে,ছিলো একাত্তরে-
একুশ ছিলো প্রদীপ হয়ে বাংলা মায়ের ঘরে।
আজকে ২১ সার্বজনীন,বিশ্ব অঙ্গীকার-
রক্তে কেনা ২১ শুধুই আমার অহংকার।