"তোমার স্মৃতি "
তোমার স্মৃতি গুলো আমাকে এখনো ভাবায়, যখন খোলা আকাশের নিছে বসে থাকি।
মনে পড়ে আমার সেই দিনগুলোর কথা,হাজার ব্যস্ততার মধ্যে খোঁজ নিতে হতো তোমার।
আজ আজ বড্ড ক্লান্ত ইচ্ছাময় মনটা তোমাকে আবার আগের মতো করে কাছে চাই,.!
ইচ্ছে হয় সেই দিনের মতো তোমায় দেখা দিতে , হালকা কুয়াশায় শিশির ভেজা সকালে,?
আচ্ছা তোমায় কি মনে পড়ে পুরানো স্মৃতি গুলি.?
কি ভাবেই বা পারলে তুমি নিজেকে পরিবর্তন করতে,?
তোমাকে ছাড়া অনেক কষ্ট হয়,
পারবে তুমি আর একবার করতে সেই মিথ্যে অভিনয়,?
আসবে কি আবার ফিরে তুমি মোর হৃদয় গহীনে,?? অপেক্ষায় রইলাম?!
তোমায় কি একবারো মনে পড়ে না আমায়, মনে পরে না সেই স্মৃতি গুলো, আমাকে তো ভাবায় প্রতিনিয়ত...!!
উৎসর্গ-প্রিয়.জান্নাত 🐦..!!