একদিন আমি ঘুমাবো তোমাদের থেকে
শিয়রে জ্বলবে একা সুগন্ধি বাতি,
সমস্ত শরীরে সুগন্ধি ছড়িয়ে নীরবে ঘুমাবো
নিস্তব্ধ দিন নিবিড় অন্ধকার রাতি।
পাড়ার পথে আমি আর হাঁটবো নাকো
তার সাথে হয়তো কোনদিন
কখনো ভাববে চোখ দুটো বুজে নীরবে
ধুসর রুপে তার সাথে আমি কাটিয়েছি কতশত দিন।
আমার গভীর ঘুমের ঘোরে হয়তো তুমি
আস্তে আস্তে কাঁধে নিয়ে হাঁটবে অনেক যতনে
হয়তো ভাঙবে তোমার পাঁজরের সবকটি হাড়
অঝর শ্রাবণ ঝরাবে নীরব নয়নে।
পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে ঘুমাবো শান্তির ঘুমে
আমার গায়ের গন্ধ পাবে তোমাদের ঐ দীঘির জলে,
অস্পষ্ট আলোয় ঝরে পড়া পাতার শব্দেও
আচমকা হয়ে আমাকেই খুঁজবে মনের ভুলে।
আষাঢ়ের বৃষ্টি ভাঙা দুপুরের রোদে অবসরে
মেহগনি আর দেবদারুর ছায়াতলে বসে ছিলেম দুজনে
দূর আকাঙ্ক্ষায় ছুঁয়ে যাওয়া স্বপ্নের বনে
দেখবে এখানেই ছিলাম আমি আনমনে তোমার পিছনে।