চলো যাই নীল পাহাড়ে
   আমরা সবে মিলে,
উঁচু-   নিচু    ঢালু   ধরে
    যাব মিলে ঝিলে।

নীল পাহাড়ের দেশে যাব
  নীলচে পড়ে আলো,
পড়ন্ত বিকেলের সূর্যিমামা
  দেখতে লাগে ভালো।

পাহাড় চুমি স্বপ্ন আঁকে
   নীল দিগন্তে এসে,
বারে বারে আসবো ফিরে
  পাহাড় ভালোবেসে।

পাহাড় যেমন অতি কাছে
   দেখলে চোখ জুড়ায়,
নীল পাহাড়ের উঁচুতে উঠে
   নীলাদ্রি নীল ছড়ায়।

প্রকৃতির সাজে ঘাসে ঘাসে
   আকৃষ্ট করে যায়,
পাহাড় ভ্রমণ  করব  এসে
    স্মৃতি-মুখর বায়।