"দেখবো আমি পাহাড়-নদী দেখবো বদ্ধভূমি "
ডাকে আকাশ, ডাকে তাঁরা, ডাকে শ্রীমঙ্গলের মাঠি।
তাদের ডাকে সাড়া দিয়ে ২১শে ফ্রেবুয়ারী।।
তাই আমি ছাড়িলাম ভাই
আমার ভবের গাড়ি।
ভালো লাগবে সারাটি দিন শ্রীমঙ্গল পর্যটনের বিশেষ জায়গাটি।।
হাঁটবো মোড়া সবাই মিলে আঁকা বাঁকা রাস্তায় ভালোবাসার ঘ্রাণ নিবো যে প্রতি চা পাতায়।
ভালোবাসার সঙ্গ নিয়ে দিলাম আকাশ পাড়ি।
ভ্রমন আমার মনকে রাঙ্গাই দেখবো পাহাড়- নদী।
তাই তো আমি আসছি গো ভাই
গ্র্যান্ড সুলতান তোমার বাড়ি।।
চলো ঘুরে আসি শ্রীমঙ্গল কে চিনে আসি।।
✍️ অবকাশ লেখক
জাহাঙ্গীর আলম (রকি)
তারিখঃ ২০/০২/২২ইং
৭ই ফাল্গুন ১৪২৮ বাংলা।
সময়ঃ রাত ১২:৪৫ মিনিট।