আমি সৈনিক___
আমি সৈনিক,
দুনিয়ার এক নিরব পরাশক্তি,
নিরবে সহ্য করা এক পাথর।
আমি সৈনিক,
জাগ্রত দুনিয়ার এক নিরব হাহাকার।
আমি সৈনিক,
সাত সমুদ্রফেনার মতো ভেসে বেড়ানো এক শ্যাওলা!
আমি সৈনিক ,
অন্ধকারে আচ্ছন্ন দুনিয়ার এক আলোকসজ্জা,
যে আলোয় আলোকিত সারাদুনিয়ার প্রতিটা মানুষ।
আমি সৈনিক,
যে সৈনিক হাজারো সুপ্ত প্রতিভা ধারণ করেও অন্যের জন্য বিসর্জন দেয়!
আমিই সেই সৈনিক ,
যার চোখে মায়া,মমতায় ভরা কষ্ট লুকায়িত।
আমি সৈনিক,
স্বাধীন হয়েও পরাধীন,
আমি সৈনিক,
যার নিজের জ্বলে উঠার কোন সুযোগ নেই,
দেশের জন্য জীবন যাবে, কি বলবে, দাও, হয়েছে শুনা নিরব হাহাকার।
আমি সৈনিক ,
যাদের মনটাকে নিয়ে পুতুল বউ খেলে ছুঁড়ে ফেলে দেওয়া এক বুকভরা হাহাকার!
আমিই সেই সৈনিক,
যে জ্বলন্ত অগ্নিশিখা হয়েও
নিরব চোখের পানি!
আমি সৈনিক ,
পাহাড়ের পাশে বসে নিরবে বলা
জীবন চলে যাবো দেশের একমুটু মাঠি ছাড়বো না.!
আমি সৈনিক
যে সবার অবলম্বণ শুধু নিজের বোবা কান্না,
যার নিজের বলতে কিছু নেই।
আমিই সেই সৈনিক!!,
হে আমিই সেই পরাশক্তি সারাদুনিয়ার সব একসাথে করলেও যার তুলনা কোন কিছুর বিনিময়ে হবেনা।
আমি এক জন আদর্শ সৈনিক, আমি এক জন গর্বিত সৈনিক
বাংলাদেশ সোনবাহিনী!!