১৩/০১/২০২১ইং
শিশির ভেজা সকালে, যখন তুমি আসবে আমার সামনে, হাতে থাকবে এক কাপ চা..!!
হালকা ঘুম থাকবে আমার আঁখিতে,তোমার ভেজা চুলের স্পর্শে ঘুম ভাঙ্গাবে রোজ সকালে,।
এক কাপ চা দিয়ে যখন বলবে তুমি সকাল হয়েছে উঠে পর এখন,আমি বলিব আর একটু ঘুমাবো, রেগে যাবে তুমি তখন..!!
ছোট্র একটি হাসির মাঝে ভুলে যাবে হাজারো অভিমান, রোজ সকালে শুনাবে তুমি আমায় শুভ সকালের গান।
চিনি ছাড়া চা টা তবোও হয়েছে অনেক মিষ্টি, এক কাপ চা দিয়ে যায় হাজার লক্ষ্য গুণ তৃপ্তি।
হয়তো এই ভাবে চলে যাবে হাজারো বছর,এক কাপ চা ভাবাবে আমায় থাকবে না তুমি তখন..!!
হাজারো ব্যস্ততায় যখন থাকব আমি, এক কাপ "চা" দেখে মনে পড়ে যাবে তোমার মায়াবী মুখটি..!!..!!
উৎসর্গ -প্রিয় জন 🔰