বাংলা আমার মায়ের ভাষা
জনম থেকে জানি,
সেই ভাষাতে হাত দিল ওরা
হায়েনা পাকিস্তানী।
বাংলা মায়ের দামাল ছেলে
ভয় করেনি কভু,
হাসতে হাসতে ভাষার জন্য
জীবন দিলেন তবু।
সংশপ্তক ছিলেন তারা
পিছু হাটেনি,
রফিক শফিক সামনে ছিল
ভয় করেনি।
রফিক শফিকের রক্তের দান
এনে দিল ভাষা,
হবে না হবে না উর্দু
বাংলায় মাতৃভাষা।
--------------
রচনাকালঃ
২৫-০৯-২০১৮
উৎসর্গঃ
(সকল ভাষা শহিদের)